খেলাধুলাফুটবল

৯০০ গোলের রেকর্ড গড়লেন রোনালদো

বর্ণিল ফুটবল ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সে ছুলেন অনন্য এক রেকর্ড। 

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৯০০ গোলের রেকর্ড  গড়লেন এই পর্তুগীজ মহাতারকা। ইতিহাসে তিনিই প্রথম এই কীর্তি গড়ার নজির স্থাপন করলেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  উয়েফা নেশন্স লিগের চতুর্থ আসরের প্রথম দিনে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় পর্তুগাল।

ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই দিয়োগো দালোতের গোলের এগিয়ে যায় পর্তুগিজরা। ম্যাচের ৩৪তম মিনিটে নুনো মেন্দেসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আর তাতেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনি পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।

তবে ৩৯ বছর বয়সেও তিনি যে দলের জন্য এখনও অমুল্য,তারই প্রমাল মিলল আবার। আগে থেকেই আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ১৩১টি।

বাকি ৮৬৯টি গোল তিনি করেছেন পাঁচ ক্লাবের হয়ে; স্পোর্তিং (৫), ম্যানচেস্টার ইউনাইটেড (১৪৫), রেয়াল মাদ্রিদ (৪৫০), জুভেন্টাস (১০১) ও সউদী ক্লাব আল নাসেরের (৬৮) হয়ে।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত আর কোনো ফুটবলার ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ৮৩৮ গোল করে তালিকার দুইয়ে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৭৬২ গোল করে তিনে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

এই বিভাগের অন্য খবর

Back to top button