বগুড়ায় মারধরে আহত ব্যক্তির মৃত্যু
বগুড়ায় কাহালু উপজেলায় প্রতিপক্ষের মারধরে আহত এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামগ্রাম লয়াপাড়া এলাকায় তার মৃত্যু হয়েছে।
মৃত মন্টু মিয়া জামগ্রাম লয়াপাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে।
জানা গেছে, ২৬ আগস্ট জমি নিয়ে বিরোধের জের ধরে মারধরের ঘটনায় মন্টুসহ প্রায় ৭-৮ জন ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে মন্টুর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়া টিএমএসএস মেডিকেলে নেওয়া হয়।
৫ সেপ্টেম্বর মন্টুর অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
পুলিশ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানান, এ ঘটনায় আগে একটি মামলা হয়েছে। সে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে।