প্রধান খবরসোনাতলা উপজেলা

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী খুন

বগুড়ার সোনাতলা উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে এক মুদি ব্যবসায়ী খুন হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবারাত ১০টার দিকে উপজেলার দিঘদাইড় ইউনিয়নের সৈয়দ আহমেদ কলেজ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মো. দুলাল (৩২) ওই এলাকার সাফাত আলীর ছেলে। 

সোনাতলা থানা পুলিশ জানান, পরকীয়া প্রেমের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জেলা মর্গে পাঠানো হয়েছে। সিসি টিভি দেখে হত্যাকারী শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button