বগুড়া জেলাবিএনপিরাজনীতি

সবকিছুতে বিএনপি’কে দোষারোপ করা কালচারে পরিণত হয়েছে: বাদশা

নিজস্ব প্রতিবেদক: সব কিছুতে বিএনপিকে দোষারোপ করা একটা কালচারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। হিরো আলমের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ডাকা জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

রোববার বিকেলে শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি।

এদিন দুপুর ১২ টার দিকে বগুড়া জজ আদালত চত্বরে একটি মামলা দায়ের করতে গিয়ে হামলার শিকার হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সেখানে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পরে মারধর করে কিছু লোক। এর পরে হিরো আলম সাংবাদিকদের অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গালিগালাজ করার অভিযোগ তুলে বিএনপির একদল লোক তাকে মারধর করেছে।

সাংবাদিক সম্মেলনে রেজাউল করিম বাদশা বলেন, আজ হিরো আলমকে যারা মেরেছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। ভিডিওতে যাদের দেখা গেছে সেখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিল না। সব কিছুতে বিএনপিকে দোষারোপ করা একটা কালচারে পরিণত হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল। তাই একটি মহল বিএনপিকে নিয়ে ষড়যন্ত করছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি আরও বলেন, আজকে যে ঘটনা ঘটেছে সেখানে বিএনপিকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বিষয়ে কঠোর নির্দেশনা আছে। কোন নেতাকর্মী কোন অপরাধের সাথে জড়িত হলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশনা রয়েছে।

এই সংবাদ সম্মেলন সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। এ ছাড়া কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ভাইস প্রেসিডেন্ট হামিদুল হক চৌধুরী হিরুসহ প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button