বগুড়ায় সাইকেল চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রামে সাইকেল চুরির অপবাদ সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মতিউর রহমান (২৫)। সে বৃকঞ্চি গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
জানা গেছে, মতিউর শ্রমিকের কাজ করতো। বৃকঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ওই এলাকার এক ব্যক্তির ছেলের বাইসাইকেল রোববার বিকেলে হারিয়ে যায়। চুরির অপবাদ দিয়ে মতিউরকে মারধর এবং কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ধরিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হয়।
এরপর সেখান থেকে বাড়িতে ফিরে চুপচাপ ছিলেন মতিউর। পরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে বাড়িতে নিজ শয়ন কক্ষের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।