খেলাধুলাফুটবল

প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচে হারের পর আগের ম্যাচে জয়ের পর ব্রাজিল এবার হেরে গেছে প্যারাগুয়ের কাছে।

বুধবার বাংলাদেশ সময় সকালে প্যারাগুয়ের কাছে ব্রাজিলের হার ১-০ গোলে।

ম্যাচের ২০ মিনিটে প্যারাগুয়ে মিডফিল্ডার দিয়েগো গোমেজ ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি করেন।

ব্রাজিলের রক্ষণ থেকে হেডে ক্লিয়ার করা বল বক্সের বাইরে একটু সামনে পেয়ে গিয়েছিলেন গোমেজ। একদম ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন! ব্রুনো গিমারেজ বেশ দূরত্ব বজায় রেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটি করা আর না করার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই! গোমেজ এই সুযোগে বলটি সুবিধাজনক অবস্থানে নিয়ে লুকা মদরিচের মতো বুটের ডগা দিয়ে ট্রিভেল্লা শটে বল ব্রাজিলের জালে জড়ান। আলিসন ডাইভ দিয়েও বলটা ছুঁতে পর্যন্ত পারেননি। পোস্টে লেগে জালে আশ্রয় নিয়েছে।

২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এই হারে টেবিলের পাঁচে নেমে গেল ব্রাজিল। এই ম্যাচসহ সর্বশেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার ব্রাজিলের।

৮ ম্যাচে তাদের ১০ পয়েন্ট। এই মহাদেশ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। প্রতিটি দল খেলবে ১৮ ম্যাচ।

বাছাইপর্বে অন্য এক ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হেরেছে কলম্বিয়ার কাছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button