প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় এবার ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, আহত স্ত্রী

বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার স্ত্রী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে শহরের জয়পুরপারায় এ ঘটনা ঘটে।


নিহত রানা মিয়া (৪৫) ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী। তার আহত স্ত্রী রোজিনা বেগম (৩৮) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


জানা গেছে, বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রানা মিয়া। পথে স্থানীয় কয়েকজন বখাটে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এই দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।


বগুড়া সদর থানা পুলিশ জানান, জড়িতদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button