আওয়ামী লীগরাজনীতি

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে এক ক্ষুদে বার্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button