বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদরে খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রিয়াদ নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে।
রিয়াদ কৈচর মধ্যপাড়ার মৃত তারা মিয়ার ছেলে। সে শহরের একটি ছাপাখানার শ্রমিক ছিল।
নিহতের নাম পরিচয় নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে কৈচর মাদ্রাসা মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রিয়াদকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়াদ।
রিয়াদের কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে।
স্থানীয়রা জানান, কি নিয়ে দ্বন্দ্ব তা জানা যায়নি। রিয়াদ ছুরিকাহত অবস্থায় মাঠে পড়েছিল। পরে তাকে উদ্ধার করে ৬ টার দিকে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনাটি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, বল খেলা নিয়ে রিয়াদ নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক নেই। ঘটনা বিস্তারিত জানার জন্য চেষ্টা করছে পুলিশ।