প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় স্ত্রী’র ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলো না আশরাফুলের

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে বগুড়া শহরে ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের পুরান বগুড়া ওয়াবদা গেট এলাকায় পদ্মরাগ ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার আজিমউদ্দিনের ছেলে। তিনি বগুড়ায় একটি সিগারেট কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। পুরান বগুড়ার বটতলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে পদ্মরাগ ট্রেন বগুড়া থেকে সান্তাহার অভিমুখে রওয়ানা দেয়। ট্রেন যখন আজিজুল হক কলেজ সংলগ্ন ওয়াবদা গেটের কাছাকাছি আসে, তখন আশরাফুলসহ দুজন মোটরসাইকেল করে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় কিছু বোঝার আগেই


মোটরসাইকেলে ধাক্কা লাগে ট্রেনের। ধাক্কায় ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। তবে তার সঙ্গীর কিছু হয়নি বলে জানা গেছে।

এসআই গোলাম মোস্তফা বলেন, আশরাফুল নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তিনি স্ত্রীর জন্য ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মৃত্যুর পরপরই তার মরদেহ নিয়ে যায় স্বজনেরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button