বিএনপিরাজনীতি

রবিবারের সমাবেশ স্থগিত করল বিএনপি

প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল রবিবার গণতন্ত্র সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

শনিবার (১৪ সেপ্টেস্বর) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্যা ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল (রবিবার) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু  বিরূপ আবহাওয়ার কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে।

এ কর্মসূচি আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বিভাগীয় শহরে আগামীকাল রবিবারই র‌্যালি অনুষ্ঠিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button