প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা
বগুড়ায় গাছের ডাল ভেঙে পড়ে নারীর মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার ( ২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি পুলিশ লাইন্স বাঁধ এলাকায় এঘটনা ঘটে।
নিহত ওয়াহেদা বেগম ওই এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী।
জানা গেছে, আকস্মিক ঝড়ের সময় বাড়ির ভেতরে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এসময় প্রচণ্ড বাতাসে ইউক্যালিপটাস গাছের একটি ডাল তার মাথার উপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।