সারাদেশ

‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলায় কিশোরীর শরীরে ঢেলে দিলেন গরম পানি

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের মাঝে একেক সময় একেক রকম বক্তব্য বা অঙ্গভঙ্গি ট্রেন্ড করে। বর্তমান সময়ের তেমনিই একটা ট্রেন্ড হলো ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’।

এই ট্রেন্ড ফলো করেই বিপাকে পড়লেন এক কিশোরী। চট্টগ্রামের আনোয়ারায় এক বৃদ্ধকে দেখে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় পপি আক্তার (১০) নামে এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দিয়ে ঝলসে দিয়েছেন ছায়ের খাতুন (৫৫) নামে এক নারী।

ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজের বাড়িতে ঘটে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি।

আহত পপি আক্তার এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। সে স্থানীয় মৃত বিজলি আকতারের মেয়ে। ছোটবেলায় প্রথমে তার বাবা ও পরে মায়ের মৃত্যু হলে সে নানার বাড়িতে থাকতো।

জানা গেছে, বাবা-মা হারা কিশোরী পপি আক্তার বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার নানা সম্পর্কিত এয়ার মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধকে দুষ্টুমি করে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলে হাসাহাসি করে।

কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের বউ ছায়েরা খাতুন (৫৫) এসে ওই কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দিলে তার শরীর ঝলসে যায়। আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে যায়।

পুলিশ জানান, থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিভাবকরা এলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এই বিভাগের অন্য খবর

Back to top button