আন্তর্জাতিক খবর
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে
ঐতিহাসিক দ্বিতীয় দফার গণনা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনূঢ়া কুমারা দিসানায়েকে।
গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর দুই বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা।
রবিবার রাত আটটার দিকে দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানায়। খবর বিবিসির।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় গতকাল। আজ প্রথম দফা ভোট গণনা শেষে দেখা যায়, নির্বাচনে প্রার্থীদের কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে ১৯৮১ সালের নির্বাচনী আইন অনুযায়ী শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফা ভোট গণনা শুরু হয়। দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনূঢ়া কুমারা দিসানায়েকেকে বিজয়ী ঘোষণা করে।