প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগরসহ দুজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে একাধিক হত্যা মামলার আসামি সাগরসহ দুইজন দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শাবরুল ছোট মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাবরুল এলাকার সাগর তালুকদার ও স্বপন। এ ঘটনায় সাগরের সাথে থাকা মুক্তার নামে আরও এক ব্যক্তি হামলায় আহত হন। স্বপন ও মুক্তার সাগরের সহযোগী। এদের সবার বাড়ি সাবরুলে।

নিহতের ঘটনাটি নিশ্চিত করে আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী জানান, সন্ধ্যায় সাগর তার ২ সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে চড়ে শাবরুলের দিকে আসছিলেন। পথে ছোট মণ্ডলপাড়া এলাকায় একদল দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে সাগর ও স্বপন নিহত হন। আরেকজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। যাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button