খেলাধুলাফুটবল

ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। গুয়ামের বিপক্ষে ম্যাচে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গুয়াম অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে ২-২ গোলে ড্র করে মারুফুল হকের শিষ্যরা।

ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের শুরুতে লিড নেয় বাংলার যুবারা। মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় তারা। প্রথমার্ধে এরপর একাধিক আক্রমণ করেও গুয়ামের রক্ষণ দেওয়াল ভাঙতে পারেনি বাংলাদেশ। গুয়ামও পারেনি গোল শোধ করতে। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে সমতায় ফেরে গুয়াম। তবে, সেটি পেতে ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দলটিকে। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ৮৮ মিনিটে আবারও গোল করে এগিয়ে যাওয়ার আনন্দে মাতে বাংলাদেশ। যখন জয়ের সুবাস পাচ্ছিল যুবারা, তখনই গুয়ামের আক্রমণ। ৯০ মিনিটে গোল করে ফের সমতা আনে তারা। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-২ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।

ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক বলেন, ‘আমরা যেভাবে শুরু করেছিলাম, বিশেষ করে খুব দ্রুত গোল পাওয়ার পর, সেটি ধরে রাখতে পারিনি। গোল করার পর আমাদের ছেলেরা দলগত খেলার চেয়ে ব্যক্তিগত ফর্মে নজর দিয়েছে। সেটিই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ফুটবল একটা দলগত খেলা, তা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি ওরা।’

এই বিভাগের অন্য খবর

Back to top button