প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার বগুড়া-নাটোর সড়কের শাকপালা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রাস্তার পাশে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।

পুলিশ জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দীর্ঘদিন পাগলী বেশে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি ঘোরাফেরা করেছেন বলে জানা এলাকাবাসী।

পুলিশ আরো জানান, গভীর রাতে সড়কে চলার সময় দ্রুতগামী ট্রাক বা ভারি যানবাহন তাকে ধাক্কা দিতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button