প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার মহাস্থানগড়ে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, মহাস্থানগড় মাদরাসার উত্তর-পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সঙ্গে একজন অজ্ঞাত ব্যক্তির (৫৫) ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় লোকজন। তারপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরিচয় শনাক্তের কাজ চলছে।