প্রধান খবরশিক্ষা

লটারির মাধ্যমেই বহাল থাকছে স্কুলে ভর্তির প্রক্রিয়া

আগামী ২০২৫ শিক্ষাবর্ষেও দেশের সব সরকারি ও মহানগর ও জেলা সদর উপজেলার বেসরকারি হাইস্কুলে লটারির মাধ্যমে ভর্তিচ্ছুকদের নির্বাচন করা হবে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা হবে না। চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরজুড়ে ভর্তির আবেদন ও উন্মুক্ত লটারিসহ ভর্তির সব কাজ হবে। ২০২৫ এর জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন বই নিয়ে নতুন শ্রেণিতে ক্লাস শুরু করবেন শিক্ষার্থীরা।  

তবে, পরের শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৬-এ লটারিতে না ভর্তি পরীক্ষা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানিয়ে আগামী সপ্তাহে আদেশ জারি হতে পারে।সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে প্রায় ১ যুগ ধরে ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। তবে, শুরুতে শুধু প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি ছিলো। পরে করোনার সময় অন্যান্য শ্রেণিতেও লটারি চালু করা হয়। এবার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি ওঠে, প্রথম শ্রেণিতে লটারি থাকলেও অন্য শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তাদের সেই দাবি পর্যালোচনা করে ভর্তি নীতিমালা সংশোধনে বৃহস্পতিবার সভা ডাকে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button