বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে অটোচালক খুন, গণপিটুনিতে আহত অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরের ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে খরনা কমলাচাপড় গ্রামে এই ঘটনা ঘটে।এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে আটক করে।
আফসার আলী (৫৫) উপজেলার খরনা কমলাচাপড় গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে ও অটোরিকশা চালক। আটক রেজাউল মাদকসেবি ও মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়দের কাছে পরিচিত।
এসব ঘটনা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, এক মাদকসেবীর ছুরিকাঘাতে আফসার আলী নামে একজন নিহত হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। গণপিটুনিতে রেজাউলের অবস্থা খুব শোচনীয়।
ওসি আরও জানান, তাকে উদ্ধার করে নিয়ে এসে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।