প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বৈষম্য বিরোধী মিছিলে হত্যাচেষ্টায় শিবগঞ্জে ১১৫ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রজনতার মিছিলে হামলা করে মিনহাজ (২২) নামে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে ১১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও উপজেলার দুজন সাংবাদিককে আসামি করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বগুড়ার নিশিন্দারা পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা সাইদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। সাইদ হোসেন আহত মিনহাজের চাচা।

মামলায় আসামিদের মধ্যে অন্যতম হলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক বিএনপি নেতা বিউটি বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসরাম রাজু, শিবগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি হুসাইন শরীফ সঞ্চয়, সাবেক ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সদ্য বিলুপ্ত হওয়া শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল।


এ মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছে, মোশারফ, মাসুম আহম্মেদ, মোবাশ্বের হোসেন স্বরাজ, বাদশা মিয়া, জেমি, রিফাত, চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, আসিফ মাহমুদ মিল্টন, শাহজাহান চৌধুরী, বেলাল হোসেন, আব্দুল মোত্তালের মোল্লা, ইসকেন্দার আলী সাহানা, রেজাউল করিম চঞ্চল, শহিদুল ইসলাম, সহিদ, সাবেক চেয়ারম্যান এসএম রুপম, উপজেলা জাপা সভাপতি এরফান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ফকির, খাবিরুল ইসলাম তুহিন, হেলাল কাজী, ইমাম মন্ডল, ইমদাদুল টিটু, শামিম, লিখন, মন্তেজার, শহিদুল ইসলাম মর্তুজা, ইউনুস আলী, শ্রী মিন্টু চন্দ্র ঘোষ, সোহাগ, রাজা চৌধুরী, রঞ্জু মাস্টার, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, আঃ মালেক, মারুফ মন্ডল, মামুন মন্ডল, শহিদুল, আইয়ুব মন্ডল, শফিকুল ইসলাম, আবু হানি মোল্লা, আপেল সরকার, বাদল মাস্টার, সাংবাদিক আপেল ও জাফর, মোস্তা, সাকিব হোসেন, শাহ আলম, রাকিবুল হাসান রাকিব, মুন্না চৌধুরী, ভুট্টা, রুহুল আমিন বুলবুল, সাইদুল, তোজাম্মেল, সাজু মিয়া, আব্দুল বারী, সয়ন প্রাং, মিঠু, নজরুল ইসলাম, মিথিলেস প্রসাদসহ অনেকে।

এ ছাড়া মামলায় অজ্ঞাতানামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই মঙ্গলবার দুপুর দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে মোকামতলা জয়পুর মোড়ে যাওয়া মাত্র আসামীরা ককটেল, হাত বোমা, রিভলবার ও কাটা রাইফেল দিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় মিনহাজ (২২) গুলিবিদ্ধ হয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ছাত্ররা আসামীদের প্রতিরোধের উদ্দেশ্যে সমবেত হওয়ার চেষ্টা করলে আসামীরা গুলি, ককটেল, ইট-পাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে মিনহাজকে মুমুর্ষ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাইদ হোসেন বলেন, গত ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মোকামতলা জয়পুর মোড়ে মিছিলে আসামীরা ককটেল, হাত বোমা, রিভালবার ও কাটা রাইফেল দিয়ে মিছিলে হামলা চালায়। এতে আমার ভাতিজা মিনহাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে মিনহাজকে মুমুর্ষ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলে ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সুশাসন প্রতিষ্ঠার তৎপর থাকায় সঠিক আইনী সহযোগীতা পেতে এ মামলা করছি।


মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, মিনহাজকে হত্যার উদ্দেশ্য মারপিটের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button