আন্তর্জাতিক খবর

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ১১২

ভয়াবহ বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত নেপাল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী কাঠমান্ডু। প্রাণ হারিয়েছেন দেশটির শতাধিক নাগরিক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, শুক্রবার থেকে এ পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১২ জন। যার মধ্যে ৩৪ জনই কাঠমান্ডুর। বন্যার পানিতে এখনও নিখোঁজ অর্ধশতাধিক। চলছে সর্বাত্মক উদ্ধার অভিযান। যোগ দিয়েছে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ২ হাজার নাগরিককে।

কর্তৃপক্ষের শঙ্কা, আরও বাড়তে পারে প্রাণহানির সংখ্যা।

লাগাতার বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর রাস্তাঘাটসহ একাধিক স্থাপনা। ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি হাইওয়ে। সারাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানী। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এই বিভাগের অন্য খবর

Back to top button