ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনটে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি

মিনহাজ উদ্দিন (ধুনট প্রতিনিধি): বগুড়ার ধুনট উপজেলায় দুই কৃষকের গোয়ালঘর থেকে এক রাতে ৬টি গরু চুরি করেছে দূর্বৃত্তরা।

এ ঘটনায় রোববার সকালে ক্ষতিগ্রস্থ এক কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কৃষকের ওই অভিযোগে কোন আসামির নাম উল্লেখ নেই।  

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গ্রামের পানচু প্রামানিক ও এনামুল হক প্রান্তিক কৃষক। তারা জমি চাষাবাদের পাশাপাশি নিজ বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতে নিজ নিজ গোয়ালঘরে গরু রেখে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন গৃহকর্তারা। এ অবস্থায় রাতের কোন এক সময় দুর্বৃত্তরা গোয়ালঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পানচু প্রামানিকের গোয়ালঘর থেকে ৪টি এবং এনামুল হকের গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে নির্বিগ্নে পালিয়েছে দূর্বৃত্তরা। ওই দুই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক এনামুল হক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। অপরাধীদের সন্তাক্ত করে চোরই গরু উদ্ধারের চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button