জাতীয়প্রধান খবর

কলকাতায় পার্কে আড্ডা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা-মন্ত্রীরা। এর মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরায় দেখা গেছে তাকে।

সংবাদমাধ্যমটি জানায়, কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে।

জানা গেছে, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button