জাতীয়প্রধান খবর

বগুড়ার এমপি জিন্নাহ’সহ সাবেক সচিব কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল এই আদেশ দেন।

দুদকের অনুসন্ধান কর্মকর্তারা আদালতে দুটি পৃথক আবেদন করেন।

জানা গেছে, জিন্নাহ ও কবিরের বিরুদ্ধে দুর্নীতি-সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে। তারা যাতে তদন্ত চলাককালে দেশত্যাগ করতে না পারেন, সে জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button