প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা – ২০২৪ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সারিয়াকান্দি থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজার রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসেন, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এডঃ শরিফুল ইসলাম হিরা, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি শ্রী প্রভাত কুমার সাহা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।


সভায় সকল বক্তা তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন, তারা বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এদেশ সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই ভাই ভাই আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন সকল ধর্মই সমান অধিকার রয়েছে । সেহেতু আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে পরিচালনা করার জন্য প্রশাসন কর্তৃক সব ধরনের সহযোগিতা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য পূজা কে কেন্দ্র করে কোন ধরনের মাদক সেবন মাতলামি ইভটিজিং কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে অন্যথায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি কারীকে আইনের সোপর্দ করা হবে ।

এই বিভাগের অন্য খবর

Back to top button