প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বন্ধ বাড়িতে আগুন


নিজস্ব প্রতিবেদক: বগুড়ার মালতিনগরে গ্যাস লিকেজ থেকে তালাবদ্ধ বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে মালতিনগরের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কোনো মানুষ হতাহত না হলেও ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।


অগ্নিকাণ্ডের শিকার ওই বাড়িটির মালিক মোছা. জাহানারা। তিনি ওই এলাকার মৃত শামসুল হকের স্ত্রী।


স্থানীয়রা জানায়, মোছা. জাহানারার মালিকাধীন টিনশেড বাড়িটি ভাড়া দেয়া ছিল। তবে বাড়িটিতে কেউ ছিল না। বাইরে থেকে তালা দেয়া ছিল। বুধবার দুপুরে হঠাৎ করে বাড়িটির ভিতর থেকে ধোঁয়া, পরে আগুন দেখতে পায় স্থানীয়রা। এমন অবস্থা দেখে খবর দিলে দুপুর পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, দুপুর ২ টা ৩৮ মিনিটে মালতিনগর দক্ষিণ পাড়ায় একটি বসতবাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সিনিয়র লিডার শাহিনুল ইসলামের নেতৃত্ব একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ততক্ষণে ওই বাড়ির ভিতরের কিছু আসবাবপত্র, তোশক, বালিশ পুড়ে গেছে।


সিনিয়র লিডার শাহিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে তীক্ষ্ণ শোঁ শোঁ শব্দ হচ্ছিল। পরে আমরা বুঝতে পারি পাইপ লাইনের রাইজারের ছিদ্র থেকে গ্যাস বের হচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে কোনোভাবে আগুন ধরে। পরে সেটি বাড়ির ভিতরে ছড়িয়ে পড়ে। বসতবাড়ি থেকে আগুন ছড়ায়নি।


তিনি আরও জানান, নিয়ন্ত্রণে আনার পর আমরা গ্যাস লাইনের রাইজারটি সাময়িকভাবে বন্ধ করে এসেছি। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তবে কোনো প্রাণের ক্ষয়ক্ষতি হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button