আওয়ামী লীগপ্রধান খবররাজনীতি

এবার আরব আমিরাতে দেখা গেল শামীম ওসমানকে

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মীরা। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার (২ অক্টোবর) আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত ৯টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে গিয়েছিলেন শামীম ওসমান। এ সময় তিনি সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।

ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে গেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button