রাজনীতি

আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানালেন নূর

আওয়ামী লীগকে আগামী ১০ বছরের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, গত দেড় দশকে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে নির্বিচারে গুম, খুন চালিয়েছে। এর নেপথ্যে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই দলের প্রতি মানুষের একরাশ ঘৃণা তৈরি হয়েছে। তাই চিরতরে নিষিদ্ধ বা অন্তত দশ বছরের জন্য এই দলকে নিষিদ্ধ করতে হবে।

এ সময় আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা দেয়ার ঘোষণা দেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button