প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় নির্মাণাধীন ছাদ ধসে শ্রমিক নিহত

শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটারিং করা ছাদ ধসে হারুন মিয়া (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।


হারুন মিয়া দেউলী ইউনিয়নের লক্ষিকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের বাসভবন নির্মাণের কাজ চলছিল। সম্প্রতি ভবনটির ছাদ ঢালাইয়ের জন্য রড, কাঠ দিয়ে সাটারিংয়ের কাজ করা হয়। এই ভবন নির্মাণে শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ভবনটির পূর্ব পার্শ্বের সাটারিং ভেঙে ধসে পড়ে। এ সাটারিংয়ের চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান হারুন।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button