‘আলোকিত দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করছে বাউবি’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষাক্রম সব সময় বঞ্চিত মানুষের পাশে। আলোকিত দক্ষ জনবল তৈরিতে কাজ করছে তারা। এমন কথা বলেছেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে পল্লী উন্নয়ন একাডেমিতে ( আরডিএ) বাউবির স্কুল অব এডুকেশন আয়োজিত এমএড ২০২৪ ব্যাচের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীকে মূল শিক্ষার সংস্পর্শে আনতে হবে। এদেশে প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য মেধাবী নারী-পুরুষ আছেন কিন্তু সামাজিক, পারিবারিক চাপ, অচ্ছলতার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের। বাউবির শিক্ষাক্রম সব সময় এসব বঞ্চিত মানুষের পাশে। আলোকিত দক্ষ জনবল তৈরিতে কাজ করছে বাউবি।’
আমরা সারা দেশেই সকল বয়সের, পেশার নাগরিকের সরাসরি ও ঘরে বসে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছি। এ কথা জানিয়ে বাউবি উপাচার্য নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভবিষ্যত বাংলাদেশের তোমরাই কান্ডারী। তোমরাই আগামীর হাল ধরবে। তাই শিক্ষা, মনন, জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করার এখনই শ্রেষ্ঠ সময় তোমাদের।’
এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এডুকেশন এর ডিন অধ্যাপক ড. লাভলী আখতার ডলি।
আরডিএ-র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ-র অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপপরিচালক মো. তানবিরুল ইসলাম। এছাড়া আরডিএ-র বিভিন্ন কর্মকর্তা ও বাউবি আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।