প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বাসা থেকে ডেকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত


নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরে বাড়ি থেকে ডেকে এনে আবু হাসান নামের এক ব্যবসায়ীকে উপর্যপুরি ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খান্দারে এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ও তার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।


আবু হাসান খান্দারের বাসিন্দা এবং ইন্টারনেট ব্যবসায়ী। হামলার পর তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান স্বজনরা।


হাসপাতালে চিকিৎসাধীন আবু হাসান জানান, প্রায় ৮ থেকে ১০ বছর আগে খান্দার মালগ্রামের শামীম আহমেদসহ তারা ৬ জন তিন লাখ টাকা দিয়ে গণ্ডগ্রামে একটি জমি কিনেছিলেন। পরবর্তীতে জমিটি বিক্রি হলেও তার বিনিয়োগকৃত ৫০ হাজার টাকাও তিনি ফেরত পাননি। সেই পাওনা টাকার বিষয়ে সম্প্রতি নিজের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে দিয়ে শামিম আহমেদকে ফোন করান আবু হাসান। এতে রাগান্বিত হয় শামীম। শনিবার সন্ধ্যায় আবু হাসান স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সামনে চা খেতে যান। এ সময় তাকে ডেকে শামীম হুমকি ধামকিসহ জীবননাশের হুমকি দেন। এরপর সেখান থেকে বাড়িতে ফিরে আসেন হাসান। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে এসে আবু হাসানকে বের করে।


আবু হাসান বলেন, আমি বের হতেই আমার দু পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এরপর কয়েকটি কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। এতে মাথা রক্তাক্ত হয়। পরে খান্দারে বাজারে এনে কিলঘুষি মেরে তারা পালিয়ে যায়।


আহত হাসানের স্ত্রী নুসরাত জামান তানিয়া বলেন, আমার স্বামী কখনও কারো সাথে দ্বন্দ্বে জড়ায়নি। ইন্টারনেট ব্যবসা করে তারা এমনিতেই সুখী জীবন যাপন করছেন। শামীম আহমেদ সুপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করেছে। এই হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।


ইতিমধ্যে হামলার বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, হাসপাতলে আহত ব্যবসায়ীকে পর্যবেক্ষণ রাখা আছে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button