বগুড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার
বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা পরিষদ গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, তার নামে বগুড়া সদর থানায় দুইটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানান, ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু রবিবার বিকালে মাটিডালী এলাকায় উপজেলা পরিষদে আসেন। খবর পেয়ে পুলিশ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। পরে উপজেলা পরিষদ থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, রাজু চেয়ারম্যান বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে রাজাপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে তার নামে নাশকতার কয়েকটি মামলা হয়। এরপর ২০১৪ সালে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
গত ৫ আগস্টের পর রাজু চেয়ারম্যানের নামে দুইটি হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়াও পূর্বের আরেকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।