বিনোদন

সহকর্মীকে যৌন হেনস্তা, কোরিওগ্রাফার জনির জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্থগিত

নারী সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হয় বহুল আলোচিত ‘স্ত্রী টু’ সিনেমার নৃত্যশিল্পী জনি মাস্টারকে। যৌন হেনস্তার অভিযোগে এবার জনি মাস্টারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্থগিত করল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খবর: ইন্ডিয়া টুডে

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির ডেপুটি পরিচালক ইন্দ্রাণী বোস স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, জনি মাস্টারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠার আগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ অনুষ্ঠানে যোগ দেওয়ার চিঠি পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে উঠা অভিযোগ গুরুতর ও বিচারাধীন হওয়ায় সেরা কোরিওগ্রাফারের পুরস্কার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৮ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। এতে যোগ দেওয়ার জন্য জনি মাস্টারকে পাঠানো চিঠি প্রত্যাহার করা হলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button