প্রধান খবররাজনীতি

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা গ্রেপ্তার

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নগর ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে সজীব সাহাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় চারটি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি হত্যা মামলা।

তিনি জানান, রাজশাহীতে সজীব তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। রাতে তাকে গ্রেপ্তারের পর নগরের শাহমখদুম থানায় রাখা হয়েছে। বিষয়টি বগুড়া সদর থানায় অবহিত করা হয়েছে। সোমবার সকালে পুলিশের একটি দল এসে তাকে বগুড়া নিয়ে যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button