গাবতলী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রত্যাশা ও নিশা নামে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যাশা মিরপুর এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে ও নিশা একই এলাকার মামুন ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু এলাকার একটি বিলে গোসল করতে যায়। এ সময় তাদের মধ্যে দুই জন পানিতে তলিয়ে যায়। অপর শিশুর কান্নার আওয়াজে স্থানীয়রা টের পেয়ে প্রত্যাশা ও নিশাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশু দুইটির মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।