গাবতলী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় প্রতিবেশী মামার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে প্রতিবেশী মামার বিরুদ্ধে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপর ওই শিশুকে তার পরিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করায়।


এ ঘটনায় একই এলাকার পারভেজ (২৩) নামে তরুণকে দায়ি করছে নির্যাতনের শিকার শিশুটির স্বজনেরা।


ভুক্তভোগীর বাবা জানান, পাশের বাড়ির পারভেজ সম্পর্কে তার মেয়ের প্রতিবেশী মামা হয়। মাঝেমধ্যে পারভেজের বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা থাকায় সেখানে গিয়ে তার মেয়ে মোবাইলে টিকটক, ভিডিও গান দেখতো। আজকে এই সুযোগে দুপুরে তার মেয়েকে ধর্ষণ করে পারভেজ। পরে বাড়িতে এসে তার মেয়ে অসুস্থতা বোধ করলে বিষয়টি জানা যায়। এরপর শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়।


মেয়েটির বাবা আরও জানান, এ ঘটনায় তারা এখনও কোনো অভিযোগ দেননি। আগে মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। তবে থানায় মামলা করবেন তিনি।


বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন।

তিনি বলেন, নয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button