প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা
বগুড়ায় গলায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফাহিমা আক্তার (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ফাহিমা দেবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। সে হাটফুলবাড়ী ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
জানা গেছে, গত শনিবার রাত ৯ টার দিকে ফাহিমা রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে গিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। ভিক্টিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।