প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে নানা কর্মসূচিতে মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ব্রাক ও সুফল-২ প্রকল্পের সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

পরে সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, সহ সভাপতি লাল মাহমুদ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button