জাতীয়প্রধান খবরস্বাস্থ্য

বাংলাদেশে চলতি মাসে ১৩ দিনে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু

চলতি মাসের ১৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৫৩২ জন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪২ হাজার ৪৭০ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দুইজন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে একজন করে।

সিটি করপোরেশনভিত্তিক হিসাবে এ বছর ঢাকা দক্ষিণ সিটিতে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের খবর পাওয়া গেছে।

প্রকৃতপক্ষে ডেঙ্গুতে কতজন আক্রান্ত হয়েছেন বা কতজনের মৃত্যু হয়েছে, সেটার পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার উপায় নেই।

কেননা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরও অনেকে চিকিৎসা নিতে যান না। অনেকের সেই আর্থিক সামর্থ্যই নেই। ক্ষেত্রে কেউ মারা গেলে হিসাবের বাইরেই থেকে যান।

ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা হলেও। এ মুহূর্তে স্থানীয় সরকার সংস্থাগুলোয় নির্বাচিত প্রতিনিধি নেই। ঢাকার দুই মেয়রের কোন খোঁজ নেই। কাউন্সিলররাও নিষ্ক্রিয়।

এ অবস্থায় পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে আতঙ্ক সাধারণ মানুষের।

এই বিভাগের অন্য খবর

Back to top button