প্রধান খবরশিক্ষা

এইএসসি ফলাফলে বিভাগে এগিয়ে রাজশাহী, দ্বিতীয় বগুড়া


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফলে এগিয়ে আছে রাজশাহী জেলার শিক্ষার্থীরা। এই জেলায় পাসের হার ৮৯ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। এর পরের স্থানে রয়েছে বগুড়া, পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী।


মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানা যায়।

এদিন বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম ফলাফল জানান।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় ৩২ টি কেন্দ্রে ১১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬ হাজার ৭২৭ জন পরীক্ষা দেন। এর মধ্যে ১৩ হাজার ৯৫৪ ছেলে এবং ১২ হাজার ৭৭৩ জন মেয়ে।


রাজশাহী বিভাগের বাকি জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৩১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৪ জন শিক্ষার্থী। নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৭৪ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২২১৬ জন শিক্ষার্থী। পাবনা জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৯২ জন শিক্ষার্থী।


সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। জয়পুরহাট জেলায় পাসের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৫৬ শিক্ষার্থী।

এ বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম বলেন, রাজশাহী শিক্ষা নগরী রাজশাহীর শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। শিক্ষা নগরীর সুনাম ধরে রেখেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button