প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
বগুড়ায় শাজাহানপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. তোহা (১৮), সে বগুড়ার শাজাহানপুর উপজেলার শালিকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলো তোহা, এসময় অটোরিকশা ঘোরাচ্ছিলেন চালক। তখন এই দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ও অটোরিকশা চালক। পরে তাদের শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, নিহতের লাশ শজিমেকের মর্গে রাখা হয়েছে। আইনগত পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।