প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় পণ্য বিক্রিতে নেই রশিদ

টাস্কফোর্স কমিটির বাজার তদারকি


নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বখশীবাজারে অধিকাংশ পণ্য বিক্রিতে কোনো রশিদ দেন না বিক্রেতারা।

জেলায় গঠিত টাস্কফোর্স কমিটি মঙ্গলবার বখশীবাজারে তদারকি করতে এসে এমন চিত্র দেখতে পায়।

টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এসব বিষয় জানান।

টাস্কফোর্সের সূত্র জানায়, ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে মুরগী ও ডিম বিক্রয় করছেন। এছাড়াও অধিকাংশ প্রতিষ্ঠানই মূল্য তালিকা প্রদর্শন করছে না। এই সব অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৯ হাজার টাকা জরিমানা করে টাস্কফোর্স।

তদারকি অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি), ক্যাব বগুড়া শাখার সাধারণ সম্পাদক, দুই জন শিক্ষার্থী প্রতিনিধি।

এই বিভাগের অন্য খবর

Back to top button