ধুনট উপজেলা

ধুনটে বাজার মনিটরিং করে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে ৪ ব্যবসায়ীর নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেলে ধুনট বাজার এলাকায় এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট খৃষ্টফার হিমেল রিছিল ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। এসময় ধুনট থানার পুলিশ সদস্যরা বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার কাজে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল জানান, মঙ্গলবার বিকেলে ধুনট বাজারে ৪টি মুদি দোকানে দ্রব্যমূল্য না টাঙ্গনো থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন করায় প্রাথমিকভাবে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, যদি কোন ব্যবসায়ী পুনরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে তাহলে উপজেলা প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button