শিক্ষা

শিক্ষা ভবনের সামনে শুয়ে শুয়ে কান্নাকাটি করলেন শিক্ষকরা

দেশের বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের কর্মসূচি চলাকালে সন্ধ্যার পর তারা রাস্তা অবরোধ করেন।

এসময় অনেককে শুয়ে শুয়ে কান্নাকাটি করছিলেন। আবার অনেককে মোনাজাত ধরতেও দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমরা যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না। আমাদের রাস্তা থেকে উঠে যাওয়ার জন্য পুলিশ অনুরোধ করছে। কিন্তু আমরা তাদের বলেছি, দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছি। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার অফিস যমুনায় যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাবো না।

এই বিভাগের অন্য খবর

Back to top button