গাবতলী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক নিহত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে মরিচ ক্ষেতে কাজ করার সময় সুলতান সরকার (৬০) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে।
সুলতান সরকার ওই গ্রামের মৃত সামেদ আলী সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই আকাশ মেঘলা। এমন আবহাওয়ার মধ্যে সুলতান সরকার তার মরিচের ক্ষেতে যান কাজ করতে। সেখানে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পরিবারের সদস্যদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ঘটনাটি নিশ্চিত করেন গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান, মরদেহের সুরতহালেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের দাবীতে আইন প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে রেখে আসা হয়েছে। তারা লাশটির দাফন কার্য সম্পন্ন করবেন।