আওয়ামী লীগপ্রধান খবররাজনীতি
কোথায় আছেন শেখ হাসিনা? জানালো ভারত
ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে গেছেন দুই মাস হলো। এরই মধ্যে বৃহস্পতিবার তার বিরুদ্ধে দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এমন প্রেক্ষাপটে তার অবস্থান নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে আমি আগেই জানিয়েছিলাম যে, তিনি সংক্ষিপ্ত নোটিশে এখানে এসেছেন। এবং তিনি এখানেই থাকবেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। সূত্র: এনডিটিভি