প্রধান খবরসোনাতলা উপজেলা

বগুড়ায় ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার সোনাতলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাব্বির হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মাহফুজ আলম সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজস্টেশন এলাকা থেকে সোনাতলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সোহেল (৪৫) দিগদাইড় ইউনিয়নর শিহিপুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।

সোহেল দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাব্বির হত্যার ঘটনায় গত ১৫ আগস্ট তার বাবা শাহীন আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মাহফুজ আলম সোহেল ছিলেন এ মামলার এজাহার নামীয় আসামি।

১৮ অক্টোবর পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button