প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাই গ্রেফতার

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তার ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার কদিম পাড়া নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক এবং তার ভাই লিটন।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদিমপাড়া নিজ বাড়ি থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক ও তার ভাই লিটনকে গ্রেফতার করা হয়েছে।

মানিকের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ তিনটি এবং লিটনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাসহ একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button