জাতীয়

আওয়ামী লীগ নেতারা ভারতে একত্রিত হয়ে করবেন সমাবেশ!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, দেশের গোয়েন্দা বিভাগের কাছে তথ্য রয়েছে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও ফেনী অঞ্চলের আওয়ামী লীগ নেতারা একটি জায়গায় মিটিং করার জন্য একত্রিত হচ্ছেন। সেই মিটিংয়ে তারা ভারতের আগরতলায় একটি সমাবেশ করার প্রস্তুতি নিবেন। সেই সমাবেশ থেকে একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায়। দেশ থেকে পলায়ণকৃত স্বৈরাচারী শেখ হাসিনা সেখানে নিজে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ভাষা সাহিত্য চর্চা একাডেমি নোয়াখালীর আয়োজনে ‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা এবং শহীদদের পরিবারের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাপের মত বসে বসে অনেকটা বিশ্রাম নিচ্ছেন। সেই সাথে তাদের দাঁতকে আরও বেশি বিষাক্ত করছেন। তাদের এই বিষাক্ত ছোবল আমাদের মানচিত্র, আমাদের পতাকার ওপরে দেয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের অনেকেই তাদের মাথা ছাড়া দিয়ে উঠার জন্য সাহায্য করছেন।

চব্বিশের ছাত্র জনতার গণআন্দোলন চলাকালীন স্মৃতিচারণ করতে গিয়ে মাসুদ বলেন, যখন আমরা তপ্ত রোদেও বৃষ্টিতে ভিজে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে যে আন্দোলন করেছি তাতে ক্লান্ত হয়ে পড়তাম। তখন আমাদেরকে উদ্দীপ্ত করার জন্য, উৎসাহ অনুপ্রেরণা জাগানোর জন্য বিদ্রোহী কবি নজরুলের গান ও কবিতা বাজানো হতো। নজরুলের গান ও কবিতা চব্বিশের বিপ্লবে একমাত্র ছাত্রদের বিপ্লবী চেতনা জাগিয়ে তুলেছে। কাজী নজরুল ইসলাম আজ থেকে শতবৎসর আগে যে গান-কবিতা লিখেছিলেন তা আজো বিপ্লবের নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

সমন্বয়ক মাসুদ বলেন, বিদ্রোহী নজরুলের লেখা গান ও কবিতা বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের মহান বিপ্লবের নেতৃত্ব দিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button